Anatomy Study Guideline
by Moshtaq Shahriar
HSC এর পড়াশোনা শেষ করে Anatomy এর মতো এত বড় সাব্জেক্ট পড়তে আসাকে তুলনা করা যায় অনেকটা একটা পুকুরে সাঁতার শেখার পর নদীতে নেমে পড়ার মতো। এখানকার স্রোতকে মোকাবেলা করে টিকে থাকার জন্য শুরু থেকেই একটি গাইডলাইন ধরে নিয়মতান্ত্রিক পড়াশোনার বিকল্প নাই। তাহলে জেনে নেয়া যাক কিভাবে Anatomy পড়া যেতে পারে..