Articles

The Histological Basis of Dry and Wet Cough | Applied Anatomy #1

The Histological Basis of Dry and Wet Cough | Applied Anatomy #1

by Dr. Susmit Islam

যখন আমি এনাটমির ছাত্র ছিলাম, তখন সবচে বিরক্ত লাগত বোধয় হিস্টোলজি। মাইক্রোস্কোপের নিচে কোন টিস্যু দেখতে কেমন সেটা জানার সাথে ডাক্তারির সম্পর্ক কই? আরেকটু বড় হবার পর প্যাথলজি পড়ে জানলাম, নরমাল অবস্থায় কোন টিস্যু মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন না জানলে বিভিন্ন রোগ (বিশেষ করে টিউমার) হলে কোনটা কেমন পরিবর্তন হয়, বা পরিবর্তন হলে সমস্যা কই সেটা বুঝবোনা। বেশ ভাল। কিন্তু তখনো মনে খুঁতখুঁত লাগত, এই জিনিসের রিপোর্ট করবে প্যাথলজিস্ট, আমার জেনে লাভটা কই, আমার তো রিপোর্ট পড়তে পারলেই হয়! আর হিস্টোলজি জানা যদি প্যাথলজি বোঝার জন্য জরুরি হয়ে থাকে, তাহলে হিস্টোলজির নিজের ভ্যালুটা কোথায় ডাক্তারি করার ক্ষেত্রে? আজকের লেখাটা সেই প্রশ্নের একটা উত্তর দেয়ার প্রচেষ্টা, যে উত্তরটা আমি সেসময় পেলে হয়ত হিস্টো পড়াটা এতটা dull হতনা। চলুন, শুরু করি তাহলে।