Thymus আমাদের T lymphocyte cell গুলোকে educate করে যায় কোন cell গুলো আমাদের body এর নিজের cell, আর কোন cell গুলো foreign/invaders/enemy e.g. pathogenic microorganisms.This is called Thymic Education. According to this, সে self cell গুলোকে attack করে না যেগুলোকে thymus তাকে চিনিয়ে গেছে,এর বাইরে অচেনা যে cell ই পায় ভেবে নেয় যে এটা enemy/invaders কেননা আমার body এর নিজের cell হলে তো thymus চিনিয়েই যেতো আমাকে। Thymus আমাদের puberty এর আগ পর্যন্ত exist করে,puberty চলে আসলে Thymus regress করে যায়।👇
আর puberty তে আসলে আমাদের sperm তৈরির প্রক্রিয়া অর্থাৎ spermatogenesis শুরু হয়(actually fetus অবস্থায়ই শুরু হয়েছিল,এখন বাকিটুকু হবে আরকি), spermatogonia cell গুলো তো সেই fetus অবস্থা থেকেই ছিল,তাই একে তো thymus চিনিয়ে গেছে, কিন্তু puberty তে spermatogenesis এর next step গুলো হয় অর্থাৎ spermatogonia থেকে primary spermatocyte, secondary spermatocyte,spermatid,spermatozoa, ultimately sperm তৈরি হয়,এই নতুন cell গুলোকে thymus তো চিনিয়ে দিয়ে যায় নি, কারণ এগুলো তো ছোট বেলায় ছিলই না,ছোটবেলায়ই এসব cell থাকলে তো ছোট বাচ্চারাও sexually mature হয়ে যেতো,innocent vibe টা আর থাকতো না ছোট বাচ্চাদের,তো এই cell গুলোর উৎপত্তি হলোই puberty তে এসে, এদিকে আবার কী বিপদ thymus তো এখন আর নেই puberty তে যে এখন এই নতুন cell গুলোকে চিনিয়ে দিয়ে যাবে T lymphocyte কে যে এগুলোও তোমার নিজের body এর cell,এগুলোকে enemy ভেবে attack করো না। তার মানে এখন একটাই উপায়, এই নতুন cell গুলোকে এমন গোপন-সুরক্ষিত দুর্গে(Immune Priviliged Site এ) রাখতে হবে যাতে blood এর খোঁজ না পায়,কারণ T lymphocyte গুলো blood এর মাধ্যমেই সারা দেহ খুঁজে বেড়ায় শত্রুদের।
কিন্তু blood ছাড়া নতুন cell গুলো বাঁচবে কীভাবে? nutrition পাবে কীভাবে? Sertoli cell নামে বিশেষ একধরণের cell এর মাধ্যমে নতুন cell গুলোকে সুরক্ষিত গোপন দুর্গে(Seminiferous Tubule এ) nutrition provide করা হবে।
নিচের ছবির মতো পাশাপাশি দুই sertoli cell থেকে একটা করে process বা outgrowth বের হয় এবং এদের মধ্যে tight junction থাকে, এভাবে এক নিশ্ছিদ্র প্রাচীর বা closed gate গড়ে তোলা হয়।এই closed gate টাই ‘Blood-Testis Barrier‘.👇
Gate এর ওপাশে adluminal compartment,সেখানে নতুন cell গুলোকে লুকিয়ে রাখা হয়(ওখানে blood এর access নেই)।আর gate এর এপাশে basal compartment যেখানে blood এর access আছে, এখানে এই basal compartment এ spermatogonia থাকে কারণ ওকে thymus চিনিয়ে দিয়ে গেছে already, ও তো ছোটবেলায় ছিলই,সো ওকে কেউ attack করবে না।basal compartment এ spermatogonia থেকে primary spermatocyte তৈরি হওয়ার সাথে সাথেই এই নতুন cell অর্থাৎ primary spermatocyte কে এক মুহুর্ত দেরি না করে gate টা পার হতে হবে, কারণ basal compartment এই থেকে গেলে blood এর মাধ্যমে T lymphocyte এসে ওকে ধরে ফেলবে,আর শত্রু মনে করে মেরে ফেলবে, নতুন cell টা তো তাহলে কখনোই sperm হতে পারবে না,আর sperm হতে না পারলে আমরা কেউই দুনিয়াতে আসতে পারতাম না। যাই হোক,এখন Gate টা খুলে নতুন cell টা কে ঐপাশে সুরক্ষিত দুর্গে পাঠিয়ে দেওয়াও সম্ভব না, কারণ gate এক মুহুর্তের জন্য খুললেই T lymphocyte blood এর মাধ্যমে এসে adluminal compartment এ চলে যাবে এবং পুরো গোপন সুরক্ষিত দুর্গেরই সন্ধান পেয়ে যাবে যেটা এতোদিন সে জানতো না,শুধু একটা cell না, পুরো দুর্গই।এতো আরও বড় বিপদ!!!T lymphocyte পুরো দুর্গই উড়িয়ে দিবে সন্ধান পেয়ে গেলে।
Gate না খুলে নতুন cell টাকে ওপাশে কীভাবে পাঠানো হবে?
মূলত নতুন cell টা তো gate এর কাছেই দাঁড়ানো আছে,ঠিক এই cellটার পিছনে পাশাপাশি দুই sertoli cell এর process এসে নতুন আরেকটা tight junction বা closed gate তৈরি করবে। তাহলে এখন আসলে নতুন cell টা new and old gate এর মাঝখানে,এরপর old gate or old tight junction টা breakdown করে যাবে। Wow! আমাদের নতুন cellটা সুরক্ষিত গোপন দুর্গে পৌঁছে গেছে অথচ এক মুহুর্তের জন্যও আসলে gate খোলা হয় নি,অরক্ষিতও থাকে নি।👇
Spermatogonia and early primary spermatocytes are restricted to the basal compartment (i.e., between the Sertoli cell–to–Sertoli cell junctions and the basal lamina). More mature spermatocytes and spermatids are restricted to the luminal side of the Sertoli cell–to–Sertoli cell junctions. Early spermatocytes produced by mitotic division of type B spermatogonia must pass through the junctional complex to move from the basal compartment to the luminal compartment. This movement occurs via the formation of a new junctional complex between Sertoli cell processes that extend beneath the newly formed spermatocytes,followed by the breakdown of the junction above them. Thus, in the differentiation of the spermatogenic cells, the processes of meiosis and spermiogenesis occur in the luminal compartment.[Ross Histology]
Functionally ব্যাপারটা অনেকটা Revolving Door এর মতো,মানুষ ঢুকবে-বের হবে,কিন্তু এক মুহুর্তের জন্যও ভিতরে বাইরে air exchange এর সুযোগ নেই,fully airlocked.👇
https://youtube.com/shorts/jUh9UB6jxeg?si=G0F423wKlWfkitNa
এরপর এই নতুন cell থেকে ultimately sperm হবে। মানুষ তো ভাবে জাস্ট একটা ছেলে-মেয়ে sexual intercourse করলেই বাচ্চা হয়ে যায়,যদি সে জানত zero থেকে শুধু একটা তুচ্ছ one cell এর sperm পর্যন্ত mature হতেই কী বন্ধুর পথ পাড়ি দিতে হয়!sperm থেকে baby হওয়ার কথা বাদই দিলাম।এই complex mindblowing ঘটনাগুলো যদি সে উপলব্ধি করতো!!!
In case u wanna suggest any correction:https://www.facebook.com/jackowanjayon.renown.3?mibextid=ZbWKwL
As for the shy folks like me: https://ngl.link/m.n.jackowanjayonrenown