Pharmacology First Term

    Based on MBBS curriculum

    100

    classes

    50 hrs 47 mins

    Course Duration

    840 ৳1200
    Course Banner

    Course Mentors

    About This Course

    মেডিশার্ক ফার্মাকোলজিতে আমরা চেষ্টা করেছি ফার্মাকোলজিকে ডিজিজ প্যাথোফিজিওলজির সাথে কোরিলেট করে পড়ানোর। এখানে যেকোনো সিস্টেমে ক্লাস গুলো সবাইকে আমাদের প্রোভাইড করা সিরিয়াল অনুযায়ী ক্লাস করতে আমরা এনকারেজ করি। আদারওয়াইজ জাস্ট র‍্যান্ডম ভাবে কেউ ক্লাস করতে গেলে কিছু যায়গায় মেলাতে পারবে না। কারণ আমরা আগের ক্লাস যা পড়িয়েছি সেটার রেফারেন্স পরের ক্লাসগুলোতে বারবার টেনে আনি। যেহেতু আমরা একটু ডেস্ক্রিপটিভ ভাবে ক্লাস নেই, এজন্য একই থিওরি বা একই এক্সপ্লানেশন বারবার আমরা প্রোভাইড করি না। তাই বেস্ট আউটকাম পেতে হলে ক্লাস সিরিয়াল মেনে করা দরকার।

    আমাদের ক্লাস গাইড বেজড না। টেক্সটবুক বেজড। তাই আমাদের ক্লাসগুলো আইটেম ওরিয়েন্টেড ভাবে নেওয়া হয় নি। আমাদের ক্লাস একটু সময় নিয়ে আগে থেকে করতে হবে। এরপর আইটেমের জন্য পড়াটা একটু গুছিয়ে নিতে হবে। তবে আমাদের ক্লাস করলে কনসেপ্ট ১০০/১০০ গেইন হবে যা টার্ম/প্রফের ৯০-৯৫% কভার করবে ইন শা আল্লাহ।

    এবার আসি জেনারেল ফার্মাকোলজি নিয়ে। এখানে যেই ব্যাসিক থিওরি আছে সেটা মোটাদাগে সব টেক্সটবই তে সেইম। আমরা সেটাই পড়িয়েছি। এর বাইরে বেশ কিছু এক্সাম্পল বেজড প্রশ্ন আইটেমে করে। এগুলোর জন্য তোমাদের আপাতত কলেজের লেকচার অনুযায়ী এক্সাম দিয়ে আসতে হবে। আসলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সিস্টেমিক ফার্মাকোলজিতে ইন্ডিভিজুয়াল ড্রাগের ক্লাস গুলো করলে তখন এমনিক শিখতে পারবে। আমরা জেনারেল ফার্মাকোলজি ক্লাস এইগুলো দেই নাই কারণ একই ক্লাস সিস্টেমিক ফার্মাকোলজিতে আমরা প্রোভাইড করেছি।

    এবার আসি সিস্টেমিক ফার্মাকোলজিতে। এখানে সবার আগে ANS এবং এরপর CVS ফার্মাকোলজির ক্লাস অবশ্যই সিরিয়াল মেনে করবে। তবেই এখানে ১০০% বেনেফিট পাবে আমার ক্লাস থেকে। আমার ক্লাস করো। কিচ্ছু নোট করা লাগবে না। আমাদের প্রোভাইড করা নোট টা এরপর দেখো। ব্যাস।

    এরপর বাকী ক্লাসগুলোও এভাবে দেখো। আগে ক্লাস করবে। এরপর আমাদের ক্লাস নোট দেখবে। এখানে আমরা সাজেস্ট করি যে তোমরা ব্রেনার এবং লিপিনকট বইটা দেখবে।

    আমাদের ক্লাস করার ইন্সট্রাকশন-
    ১. আগে ক্লাসগুলো একটানে দেখে ফেলা 2x speed এ
    ২. এরপর টেক্সটবই থেকে পড়ে ফেলা
    ৩. ক্লাস নোট করার কোনো প্রয়োজন নেই
    ৪. এর পর চাইলে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন দেখে এন্সাএ গুলো নিজেই গুছিয়ে নিতে পারবে। যদি এমন কোনো এক্সট্রা ইনফো থাকে যেটা বইতে আছে কিন্তু আমি বলি নাই- সেটা এক্সট্রা দেখে নাও। আর আমাকেও সরাসরি সেটা জানাতে পারো।
    ৫. ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে বা পরামর্শ বা অভিযোগ থাকলে সরাসরি আমাকে/স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে জানাতে পারবে।


    For demo classes, kindly visit- MediShark


    Pharmacology First Term - Contents

    Unlocked
    Locked

    This Course is Part of These Bundles:

    Course Rating

    0.00 out of 5 stars.

    FAQs